থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ কম্বোডিয়া। সংঘর্ষের প্রভাবে শিশুদের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে সংস্থাটি বলেছে, যেকোনো পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিবিসি জানিয়েছে, ইউনিসেফ কম্বোডিয়ার প্রতিনিধি ড. উইল পার্কস লিংকডইনে দেওয়া এক বিবৃতিতে বলেন, শিশুদের সর্বক্ষণ সুরক্ষিত রাখা উচিত। তাদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি হুমকি সৃষ্টি হয়, এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া যায় না।
তিনি জানান, সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউনিসেফ।
সাম্প্রতিক সংঘর্ষের কারণে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো শিশুসুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।







