এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষা করা হয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার ১৪ নভেম্বর মগবাজারে ৮ দলের সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, নির্বাচন অবাধ্য হওয়া ব্যাপারে শঙ্কা রয়েছে।
নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যেতে চেয়েছিল তা হোঁচট খেয়েছে। একটি দলের কারণেই ঐকমত্য কমিশনের আলোচনার পরও সংস্কার হোঁচট খেল।
তিনি আরও বলেন, জনগনের স্বার্থে নয়; একটি দলের স্বার্থে সরকার সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে। সরকারকে ভুল বুঝাচ্ছেন এমন তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।







