বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ বয়স আশি পেরিয়েও নিচ্ছেন শিরোপার স্বাদ। ৮২ বছর বয়সে নামের পাশে আরেকটি শিরোপা যোগ করেছেন। জাতীয় নারী দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ দলের জয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। আনসার দলের হয়ে তিনি ছাড়াও অংশ নিয়েছেন নুশরাত জাহান আলো, শারমীন সুলতানা শিরিন, জান্নাতুল ফেরদৌস, নীলাভা চৌধুরী ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী- উভয় দলই ৭ খেলায় ১৩ পয়েন্ট করে অর্জন তুলে অপরাজিত ছিল। দুদলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় শিরোপা নির্ধারিত হয় গেম পয়েন্টের ভিত্তিতে। এখানে ২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় বাংলাদেশ আনসার।
অন্যদিকে, ২২ দশমিক ৫ গেম পয়েন্ট নিয়ে রানার্সআপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ নৌবাহিনী। রানার্সআপ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, নোশিন আঞ্জুম, ওয়ারসিয়া খুশবু ও কাজী জারিন তাসনিম। শেষ মুহূর্ত পর্যন্ত দুদলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ।
অনুভূতি প্রকাশ করে রাণী হামিদ বলেছেন, ৮২ বছর বয়সে এমন একটি প্রতিযোগিতামূলক লিগে খেলা বেশ স্বাচ্ছন্দ্যের ছিল। টুর্নামেন্টে মোট চার ম্যাচে অংশ নিয়েছেন এবং দলের সামগ্রিক সাফল্যে অবদান রাখতে পেরে খুশি।
গত আসরে তিনি বাংলাদেশ পুলিশ দলে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবার আনসারের হয়ে ধারাবাহিকতা বজায় রাখলেন।







