এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা প্রিমিয়ার লিগে কেবল ১৩০ রানের লক্ষ্যে নেমে ৫৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরির দিনে লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য ছিল মাত্র ১৩০ রান। রান টপকে যায় কেবল ১৮.৩ ওভারে। যেখানে তামিম একাই খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। তিনি ১০টি চার ও ৭টি ছক্কা মারেন।
লিস্ট-এ ক্রিকেটে তানজিদের এটি চতুর্থ সেঞ্চুরি। লম্বা সময় পর পেলেন সেঞ্চুরি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তানজিদ সেঞ্চুরি (১০৬) করেছিলেন ২০২৩ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে।
আগে ব্যাটে নেমে শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসানদের তোপে ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স। সহজ লক্ষ্যে সাইফ হাসানকে নিয়ে ওপেন করতে নামেন তামিম। ১০৩ রানই এসেছে তার ব্যাটে। সাইফ করেছেন ৫৩ বলে ২৬ রান।








