ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস (৭৩)। ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করবেন৷
ব্রিটেনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সে রাজা হতে যাচ্ছেন। মা রানি দ্বিতীয় এলিজাবেথ যখন সিংহাসনে বসেন তখন চার্লসের বয়স ছিল ৩ বছর। তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন তিনি।
রানি’র মৃত্যুতে এক বিবৃতিতে, রাজা বলেছেন: একজন প্রিয় রানি এবং প্রিয়তম মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি সারা দেশ, রাজ্য ও কমনওয়েলথ, এবং সারাবিশ্বের অগণিত মানুষ তার মৃত্যুকে গভীরভাবে অনুভব করবেন।
তিনি বলেন: প্রয়াত রানির প্রতি ‘যে সম্মান এবং গভীর স্নেহ রয়েছে’ এই শোক ও পরিবর্তনের সময়কালে সেটা তাকে ও তার পরিবারকে সান্ত্বনা দেবে এবং শক্তি জোগাবে।
প্রিন্স চার্লস রয়্যাল বিমান বাহিনী ও নৌবাহিনীতে কাজ করেছেন। ১৯৭০ সালের দিকে যুদ্ধজাহাজে অবস্থানও করেছেন তিনি। ১৯৮১ সালে ৩২ বছর বয়সে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১৯৯২ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯৭ সালে ডায়ানা ফ্রান্সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে সাধারণ মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি।
১৬২৫ সাল থেকে শুরু করে ১৬৪৯ সাল পর্যন্ত প্রথম চার্লস এবং ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত দ্বিতীয় চার্লস ব্রিটেন শাসন করেন। প্রথম চার্লসের শাসনের অবসান হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। আর দ্বিতীয় চার্লস স্বাভাবিক মৃত্যুবরণ করেন।








