
দীর্ঘ ২২ বছর পর একসঙ্গে অভিনয় করলেন কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন এবং ৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী আফসানা মিমি। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে এই দুই তারকা জুটিকে দেখতে পারবেন দর্শক।
বিশেষ সেই টেলিছবির নাম ‘মহাকালের ঠিক মাঝখানে’। আফজাল হোসেন ও আফসানা মিমিকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর,নাবিলা ইসলাম,রাকিব হাসান বাপ্পি।
টেলিছবিটি দর্শক ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখতে পারবেন। এটব পরিচালনা করেছেন আরিফ খান। নাট্যকার ফারিয়া হোসেন। এই টেলিছবিতে অভিনয়ের আগে ২২ বছর আগে ‘ভোকাট্টা’ নামের একটি নাটকে দেখা গিয়েছিলো আফজাল-মিমিকে।
নাট্য পরিচালক আরিফ খান বলেন, ‘দুজনেই আমার খুব পছন্দের মানুষ এবং পছন্দের শিল্পী। এত বছর পর দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছেন, নিশ্চয়ই দর্শকরা সাদরে গ্রহণ করবেন। আমার প্রত্যাশাও অনেক বেশি।’