প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী প্রচার করে আসছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও ছিলো শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।
৮ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালা শেষ হচ্ছে শনিবার। এদিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা
ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে চলচ্চিত্র ‘ইন্দুবালা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।
টেলিফিল্ম
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ।
এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

নাটক
এদিন রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘কবির কবিতা’। রচনা মেহেদী হাসান ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে তামিম মৃধা, শবনম ফারিয়া, ববি হাওলাদার, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘গোঁফ’। রচনা ও পরিচালনায় পলক হাসান বাপ্পী। অভিনয়ে ইমরান কৌশিক, সালহা খানম নাদিয়া, মনিরা মিঠু, সুমন পাটওয়ারী প্রমুখ।
‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।