সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশের মেয়েরা যখন নেপালে, তার মাঝে শেষ হয়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদের অধ্যায়। ফাইনালের আগে নির্বাচনে গঠিত হয় নতুন কমিটি। শিরোপা জয়ের পর সালাউদ্দিনকে স্মরণ করলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। সঙ্গে শিরোপা জয়ের পথে অনুপ্রেরণা যোগাতে মাহফুজা আক্তার কিরণ আর নতুন কমিটির কথাও বলেছেন।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেন সাবিনা। বলেছেন, ‘ওই টুর্নামেন্টে প্রত্যেকটা মানুষ আমাদের অনুপ্রেরণা দিয়েছেন।’
“বিশেষ করে আমাদের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার। ফাইনাল ম্যাচের দিন স্যারের সাথে কথা হয়েছিল। বলেছিলেন, ‘আরেকটা সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগাও। অন্তত এটা তোমাদের ভবিষতের জন্য ভালো হবে।’ পাশাপাশি আপার (মাহফুজা আক্তার কিরণ) সাথে সবসময়ই মোটামুটি কথা হতো, সবসময়ই অনুপ্রেরণা পেতাম।”
“আমাদের যারা নতুন কমিটি হয়েছে, ওনারাও নির্বাচনের পরেরদিন আমাদের উৎসাহ দিতে নেপালে যান। সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা মানুষের সাপোর্ট এবং তাদের আমাদের প্রতি বিশ্বাস ছিল। আমি যতটুকু জানি, আমাদের টিম লিডার ছিলেন টিপু সুলতান, উনি বলেছিলেন- ‘সমস্যা নেই, আশা করি আপনারা যা খেলেছেন এবং গতবছরও যা খেলেছেন, আপনারা এবারও চ্যাম্পিয়ন হতে পারবেন।”








