বাংলানিউজকে হারিয়ে শুরু। পরে একে একে ধরাশায়ী এটিএন বাংলা, ইন্ডিপেন্ডেন্ট টিভি। শুক্রবার ফাইনালে টি-স্পোর্টসকে ৪ উইকেটে হারিয়ে বিএসজেএ মিডিয়া কাপ (পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস) ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখায়।
তরিকুল ইসলাম মাসুমের নেতৃত্বে অপ্রতিরোধ্য দলীয় পারফরম্যান্সে কোনো ম্যাচেই পাত্তা পায়নি প্রতিপক্ষ দল। সবগুলো ম্যাচই চ্যানেল আই জিতেছে বড় ব্যবধানে। শিরোপা লড়াইয়ে চ্যানেল আই বিরাট ব্যবধান গড়ে। স্রেফ উড়িয়ে দেয় টি-স্পোর্টসকে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত সিক্স-এ-সাইড আসরটি ছিল নকআউটভিত্তিক। পল্টন আউটার স্টেডিয়াম মাঠে আগে ব্যাটিং করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে টি-স্পোর্টস।

জবাবে মাত্র ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চ্যানেল আই। সাজ্জাদ খান ৫ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে পান ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার।
তার আগে সজীব দাস ডন ৩৪ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্বেচ্ছা অবসরে যান। ২০ রানে অপরাজিত থাকেন রাহুল রায়। ওপেনিংয়ে নামা মিলন মল্লিক একটি ছয়ে ৮ রান করে আউট হন।

বিএসজেএ মিডিয়া কাপে অংশ নিয়েছে দেশের ৩২টি মিডিয়া হাউজ। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, বিসিবি পরিচালক তানভির আহমেদ টিটু, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ’র সভাপতি এ টি এম সাইদুজ্জামান।








