দু’দিনের বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা-এর প্রথম দিনে চ্যানেল আই চেতনা চত্বরে ‘ব্যান্ড মিউজিক ডে’ উদ্যাপন হয়েছে। আয়োজন উদ্বোধন করে, সংগীতের মধ্য দিয়ে জঙ্গিবাদকে দমনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পীদের রয়ালটি নিশ্চিত করতে শিগগিরই কপিরাইট আইন চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশসেরা ১৬টি ব্যান্ডের অংশগ্রহণে দোসরা ডিসেম্বর শুক্রবার বসছে বছরের সব চেয়ে বড় কনসার্ট বাম্বা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা।