চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশব্যাপী ‘হাওয়া’ নিয়ে উন্মাদনার পুরো কৃতিত্ব দর্শকের

হল ভিজিটে গিয়ে বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী

সারা দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তির দিনেই হাউজফুল শো দিয়ে যাত্রা শুরু করলো মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির প্রথম দিনেই এমন দৃষ্টান্ত বিরল!

ছবিটির খোঁজ নিতে সিনেমা হলে হলে ঘুরছেন পুরো হাওয়া টিম। চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ার, নাসির উদ্দিন, সোহেল রানা মন্ডল সহ সংশ্লিষ্ট সকলে যাচ্ছেন দর্শকের কাছে। জানতে চাইছেন, ‘হাওয়া’ দেখার অনুভূতি।

এদিন দুপুর ১টার কিছু পর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয় ‘হাওয়া’ টিম। কথা বলেন সাংবাদিকদের সাথে। হাওয়া নিয়ে দেশব্যাপী এমন উন্মাদনার জন্য এসময় চঞ্চল চৌধুরী সিনেপ্রেমী দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানান।

চঞ্চল বলেন, দর্শকের প্রতি কৃতজ্ঞতা। আপনারা প্রথম দিনেই আমাদের সময়টাকে এতো সুন্দর করে দিয়েছেন। আমরা চিন্তাও করিনি যে ‘হাওয়া’ দিয়ে দর্শকের এতো কাছে আমরা যেতে পারবো। সারা দেশের সব জায়গাতেই প্রথম দিনেই ‘হাওয়া’ হাউজফুল খবর পাচ্ছি। এর পুরো কৃতিত্ব দর্শকের।

তিনি আরও বলেন, দর্শকের অনুপ্রেরণাতেই আমরা কাজ করি। যারা সিনেমাটি দেখছেন, তারা দেখতে পারছেন- সমুদ্রের মধ্যে কতো কষ্ট করে আমরা কাজটি করেছি। সেই কষ্টের কাজটি দর্শক সতস্ফূর্তভাবে এসে দেখছেন, এর চাইতে বড় কোনো পাওয়া আর হয় না। এভাবেই দর্শক যদি আমাদের পাশে থাকেন, তাহলে বাংলা সিনেমা এগিয়ে যাবে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

হাওয়া টিমের অন্যান্যরাও এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা বলেন, বাংলা সিনেমা এতোদিন লাইফ সাপোর্টে ছিলো বলে মনে করতেন অনেকেই, কিন্তু এখন সেই সিনেমা নিয়ে দর্শকের যে উন্মাদনা, তাতে মনে হচ্ছে- চলচ্চিত্র আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।