এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের নতুন জার্সি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বুধবার ভিডিওগ্রাফির মাধ্যমে নতুন জার্সি সামনে আনা হয় বিসিবির ফেসবুক পেজ- বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্সে। ১৯ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হচ্ছে পাকিস্তানে।
নতুন জার্সির ভিডিও শিরোনামে বিসিবি লিখেছে, ‘নতুন ডিজাইনে সজ্জিত, গৌরবের জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ দলের জার্সি উপস্থাপন করা হচ্ছে। আসুন একসাথে গর্জন করি!’
লাল-সবুজের জার্সির সামনে ডানদিকে বুকের অংশের উপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান লেখা রয়েছে। বামদিকে বাংলাদেশ এবং বিসিবির লোগো রয়েছে। পেছনে খেলোয়াড়দের নাম এবং বামহাতের উপর স্পন্সর প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে। বুকের মাঝে সাদা অক্ষরে বড় করে বাংলাদেশ লেখা। আছে বাঘের ডোরাকাটা ছাপ।
বিসিবির প্রকাশিত এক মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকসহ স্কোয়াডের সবাইকে।
ব্যাটাররা ব্যাট হাতে এবং বোলাররা বল হাতে ছবি ও ভিডিওতে এসেছেন। সবার শেষে শিরোনামে লেখা, ‘আমরা আপনার সাথে পাশাপাশি লড়াই করি।’








