এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় নিয়েছে ইংল্যান্ড। আসরে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ধস দেখেছে ইংলিশ বাহিনী। প্রোটিয়া বোলারদের তোপে দুইশ রানও করতে পারল না জস বাটলারের দল।
করাচিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৩৮.২ ওভার ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ১৮০ রান করতে পারলেই গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়ে সেমিতে পা রাখবে সাউথ আফ্রিকা।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জো রুট। ৪৪ বলে ৩৭ রান করেছেন তিনি। জফরা আর্চার দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন, ৩১ বলে। ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২১ বলে ২৪ রান। এছাড়া অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচে জস বাটলার করেন ৪৩ বলে ২১ রান। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার তিনটি করে উইকেট নেন। কেশব মহারাজ নেন দুটি উইকেট।








