এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা হতাশাজনকই কেটেছে ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টিতে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ব্যাটিং ধসের পর বল হাতেও লড়াই জমাতে পারেনি জস বাটলারের দল। ফলে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাদের। ইংলিশদের ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায় প্রোটিয়াদের। ইংলিশদের হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা তারা। সাউথ আফ্রিকার আগে সেমি নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ইংলিশ হারানোর পর বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে অজিবাহিনী। ৩ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করেছে আফগানিস্তান। আর কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে থেকেই আসর শেষ ইংল্যান্ডের।
আসরে নিজেদের শেষ ম্যাচে করাচিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৩৮.২ ওভার ব্যাট করে ১৭৯ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ২৯.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।
রানতাড়ায় প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত করেছেন রসি ফন ডার ডুসেন ও হেইনরিখ ক্লাসেন। ফিফটি পেরিয়েছেন দুজনেই। ডুসেন ৮৭ বলে ৭২ রান এবং ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করেন। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৭ রান।
ইংলিশদের হয়ে জফরা আর্চার দুটি উইকেট নেন। আদিল রশিদ নেন এক উইকেট।
এর আগে প্রোটিয়া বোলারদের তোপে ব্যাটিং ধস দেখেছে ইংলিশ বাহিনী। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন জো রুট। ৪৪ বলে ৩৭ রান করেছেন তিনি। জফরা আর্চার দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন, ৩১ বলে। ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে আসে ২১ বলে ২৪ রান। এছাড়া অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচে জস বাটলার করেন ৪৩ বলে ২১ রান। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার তিনটি করে উইকেট নেন। কেশব মহারাজ নেন দুটি উইকেট।








