চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিয়ালের ৭-১ গোলে জেতা উচিৎ ছিল

বলছেন টনি ক্রুজ

স্কোরলাইন বলছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে কষ্টে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্কোরলাইন যে সবসময় প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে সক্ষম নয়, তার আরও একটি প্রমাণও মিলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এফ গ্রুপের ম্যাচটিতে স্বাগতিকদের গোল না বাড়ায় তাই আক্ষেপ টনি ক্রুজের।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ২-১ গোলের জয় একদমই বোঝাতে পারছে না মাঠে কতটা একচেটিয়া আধিপত্য ছিল তাদের। ৫৯ শতাংশ বল দখলের পাশাপাশি দলটি গোলে শট নিয়েছে ৩৬টি। যার লক্ষ্য বরাবর শট ছিল ১৪টি। অন্যদিকে শাখতার ১১টি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল যার ৩ শট।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে বর্তমান চ্যাম্পিয়নরা। তবুও বড় ব্যবধানে জিততে না পারার আক্ষেপ মিডফিল্ডার ক্রুজের।

‘এটা এমন এক ম্যাচ যেটি আমাদের ৭-১ গোলে জেতা উচিৎ ছিল। এটা বিশ্বাস করা কঠিন যে আমরা এতো সুযোগ পাওয়ার পরও মাত্র ২-১ ব্যবধানে জিতেছি।’

‘শেষ মুহূর্ত পর্যন্ত খেলায় আমাদের ফোকাস ধরে রাখতে হয়েছিল। কারণ এখানে শুধুমাত্র একটি গোলের ব্যবধান ছিল এবং যেকোনো ভুলের চরম মূল্য দিতে হতো।’