চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিয়াল-পিএসজি-ম্যানসিটি সবার জয়ের হাসি

চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্ট দলগুলো জয় পাওয়া এক রাত কাটিয়েছে। রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেষ্টার সিটি ও এসি মিলানের মতো দলগুলো পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে। বড় দলগুলোর মধ্যে ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি। হারের মুখ দেখেছে জুভেন্টাস।

বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচে লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ৮০ মিনিটে ভাঙে ডেডলক। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে বল আদায় করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভার্দে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের কিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

ইসরায়েলি ক্লাব মাক্কাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।

২০ মিনিটে টারন চেরির গোলে অবশ্য হাইফা এগিয়ে গিয়েছিল। ৩৭ মিনিটে বাঁ পায়ের শটে সমতা টানেন লিওনেল মেসি। একইসঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি দলের বিপক্ষে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

বিরতির পর ৬৯ মিনিটে মেসির বাড়ানো বল পেয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে গোল পান কাইলিয়ান এমবাপে। এরপর ৮৮ মিনিটে মার্কো ভেরাত্তির বাড়ানো বল পেয়ে বাঁ পায়ে নিশানাভেন্দ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও ৫৬ মিনিটে জুডে বেলিংহামের গোল লিড পেয়েছিল ডর্টমুন্ড।

৮০ মিনিটে সিটিকে সমতায় ফেরান জন স্টোনস। চার মিনিট পর প্রতিপক্ষের দুই খেলোয়াড় মাঝখানে লাফিয়ে অ্যাক্রোবেটিক শটে দর্শনীয় গোলে ম্যানসিটির জয়ে ভূমিকা রাখেন আর্লিং হালান্ড।

আরেক ম্যাচে সালজবার্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। রেঞ্জার্সের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে নাপোলি।