ঘরের মাঠে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বে আরও পা দিয়েছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। আর্সেনাল জয় পেলেও হারের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে সি-গ্রুপের ম্যাচে ব্রাগাকে ৩-০ গোলে হারায় রিয়াল।
ম্যাচের ২৭ মিনিটে লক্ষ্যভেদ করেন ব্রাহিম দিয়াজ। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। তিন মিনিট পর জালের দেখা পান রদ্রিগো।
চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ টেবিলের শীর্ষে আছে। এফসি উইনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করা নাপোলি ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ব্রাগা ৩ ও উইনিয়ন বার্লিনের পয়েন্ট এক।
এ-গ্রুপের খেলায় হ্যারি কেনের বিলম্বিত জোড়া গোলে গ্যালাতাসারেকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন। ৮০ ও ৮৬ মিনিটে কেন জালের দেখা পান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান কমান বাকামবু।
চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন টেবিল টপার। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারানো কোপেনহেগেন ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে গ্যালাতাসারে। রেড ডেভিলরা ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে।
এদিকে, লৌতারো মার্টিনেজের স্পট কিকে করা লক্ষ্যভেদে এফসি সালজবার্গকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ইন্টার মিলান। ৪ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ইন্টার ডি-গ্রুপের টেবিলের দুইয়ে আছে। বেনফিকার বিপক্ষে ৩-১ গোলের জয়ে নকআউটে খেলা নিশ্চিত করেছে রিয়াল সোসিয়েদাদ। ইন্টারের সমান পয়েন্ট পেলেও সোসিয়েদাদ গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের প্রথম স্থানে রয়েছে।
সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে আর্সেনাল। লেন্সকে ১-০ গোলে হারানো এইনডোভেন ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে লেন্স ও ২ পয়েন্ট পেয়ে তলানিতে সেভিয়া।
বিজ্ঞাপন