এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। নানা অঙ্গন থেকে কথা বলছেন সকলে, মুখ খুলছেন ক্রিকেটাররাও। ধর্ষককে কঠোর শাস্তি নিশ্চিতের কথা বলেছেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।
চাহাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মৃত্যু পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখা হবে? না। তাদের পায়ের ৯০ ডিগ্রি পর্যন্ত ভেঙে দেয়া হোক। তাদের কলারবোন ছিঁড়ে ফেলুন, গোপনাঙ্গে আঘাত করুন। ধর্ষককে বাঁচিয়ে রাখুন, তাকে অত্যাচারের মাত্রা বোঝান এবং তারপর মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রাখুন।’
দুঃখজনক বিষয়টি নিয়ে আগে বলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং জাসপ্রিত বুমরাহ’র মতো তারকারা শাস্তি চেয়েছেন। বুমরাহ একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, ‘মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদলান। সকল নারীই ভালো পরিবেশের দাবীদার।’








