এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিগত কয়েক মাস ধরেই ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তার স্ত্রী মডেল ধনশ্রী ভার্মার বিচ্ছেদের গুঞ্জন চলছিল। এবার সেটি আনুষ্ঠানিক বিচ্ছেদে পরিণত হয়েছে। চাহাল ও ধনশ্রী আলাদা হতে আদালতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
২০ ফেব্রুয়ারি বান্দ্রার পারিবারিক আদালতে তাদের শুনানি হয়। আদালতে দুই পক্ষই বিচ্ছেদের জন্য সম্মত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। পারিবারিক আদালতের বিচারক তাদের ৪৫ মিনিট সময়ও দেন কাউন্সেলিংয়ের জন্য। এরপর তারা চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চাহাল লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এতবার রক্ষা করেছেন যে সেটি গুণে শেষ করতে পারব না। নিজের অজান্তে কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি সেটাও অজানা। সবসময় তিনি আমার পাশে আছেন, তাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’
ধনশ্রী ভার্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘দুশ্চিন্তা থেকে আশির্বাদ। সৃষ্টিকর্তা আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করুক। যদি আজ আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে, জেনে রাখবেন আপনার হাতে সুযোগও রয়েছে। আপনি সেটাকে রেখে দিতে পারেন অথবা তার কাছে আত্মসমর্পন করতে পারেন। সৃষ্টিকর্তা সবকিছু আমাদের ভালোর জন্য করুক।’
২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে বিবাহ হয়েছিল ধনশ্রী ও চাহালের। বিবাহ বিচ্ছেদ পর ৬০ কোটি টাকা খোরপোশের দাবি জানিয়েছিলেন ধনশ্রী।







