ভারতে ‘সেস্টোবল বিশ্বকাপে’ খেলছে বাংলাদেশ জাতীয় ছেলেদের সেস্টোবল দল। লাল-সবুজের জার্সিধারীদের যাত্রা অবশ্য থেমে গেছে সেমিফাইনালে। শক্তিশালী আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে।
মঙ্গলবার থেকে গ্রুপপর্বের খেলা শুরু হয় বাংলাদেশের। দারুণ খেলে শেষ চারে ওঠে। শেষে সেস্টোবলের জনক আর্জেন্টিনার কাছে সেমিতে ৩০-১৮ পয়েন্টে হেরে বিদায় নিতে হল।
বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার বলেছেন, ‘বাংলাদেশ সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার কাছে হেরেছে। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে।’
বিশ্বের ১২টি দল নিয়ে ভারতের বেঙ্গালুরুতে হচ্ছে ‘সেস্টোবল বিশ্বকাপ’। গত রোববার থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২৬মে পর্যন্ত।

বিশ্বকাপে অংশ নিয়েছে- ভারত, বাংলাদেশ, আর্জেন্টিনা, মালয়েশিয়া, থাইল্যান্ড, কেনিয়া, ফ্রান্স, জিম্বাবুয়ে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ইন্দোনেশিয়া। ১২টি দলকে গ্রুপে ভাগ করে প্রতিযোগিতাটি হচ্ছে।
গত মার্চে ভারতে সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী দল চ্যাম্পিয়ন ও ছেলেদের দল রানার্সআপ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায়।