চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিরাপদ সড়কের প্রতিপাদ্য নিয়ে দেশে বিশ্ব ভেস্পা দিবস পালন

ভেস্পা ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দুই চাকার বাহন ‌‘ভেস্পা’র সবচেয়ে বড় এবং দীর্ঘতম শোভাযাত্রা। নিরাপদ সড়কের প্রতিপাদ্য নিয়ে গত ১১ ও ১২ নভেম্বর এ দিবস পালন করা হয়।

ঢাকা থেকে ফরিদপুরের রাজবাড়ি ব্র্যাক সেন্টারে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা।

Bkash July

মূলত দুই চাকার এই মোটর গাড়িটি ১৯৪৬ সালে ইতালির পিয়াজিও নামের একটি কোম্পানি প্রথম আবিষ্কার করে এবং পরে বিশ্বব্যাপী তা বাজারজাত করে। আয়োজক ভেস্পা ক্লাব বাংলাদেশ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাজনক প্রতিষ্ঠান। বর্তমানে সাড়া বাংলাদেশে এর প্রায় ২০ হাজারের মত সদস্য আছে, যারা সবাই ভেস্পা চালায়। এই ক্লাবের উদ্দেশ্য হলো ঐতিহ্যবাহী এই বাহনের ঐতিহ্য ধরে রেখে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা তৈরি করা।

এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ভেস্পা ক্লাব বাংলাদেশ দুই দিনব্যাপী ঢাকা ও ফরিদপুরে ‘ভেস্পা ওয়ার্ল্ড ডে বাংলাদেশ-২০২২’ নামক এই ইভেন্টটি পালন করা হয়। এই ইভেন্টে সারাদেশ থেকে প্রায় ২শ’রও বেশি ভেস্পা অংশগ্রহণ করেছে।

Reneta June

র‌্যালী ও আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‍্যাফেল ড্রতে একটি ব্র‌্যান্ড নিউ ভেস্পাসহ ১৫০টি পুরষ্কার ছিল। এছাড়াও এবারের ইভেন্টের প্রতিপাদ্য অনুযায়ী বাংলাদেশকে দুর্ঘটনা মুক্ত করার প্রত্যয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভেস্পা স্লো রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিটি রাইড ইভেন্টে একটি সচেতনতামূলক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, যার অংশ হিসাবে এ বছর ‘সড়কে বেপরোয়া গতি রোধ করুন, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ুন’ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন জাতীয় সংগঠনের প্রতিনিধিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

ISCREEN
BSH
Bellow Post-Green View