চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লার ভোটে কোনো অনিয়ম হলেই ভোট বাতিল: সিইসি

নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মাঠের আইনশৃঙ্খলা বাহিনী ভোটকে যেন প্রভাবিত না করে সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সিইসি বলেন, তবে যেকোন অন্যায় হলে প্রার্থীদের সহিংস না হয়ে অহিংস প্রতিবাদ করতে হবে।

তিনি জানান, নির্বাচন কোনো যুদ্ধক্ষেত্র না। তবে কুমিল্লার ভোটে কোনো অনিয়ম হলে ভোট বাতিল হবে। কুমিল্লার ভোট হবে মডেল ভোট ।

তিনি বলেন, ভোটে কোনো অনিয়ম হলে পুরো দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আর ভোট ভালো হলে ৯৯ ভাগ সফলতা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দেওয়া হবে।

ভোটের আবেগকে যুদ্ধের আবেগে রূপ না দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ ইসির। পেশী শক্তি ব্যবহার হলেই কেন্দ্রের ভোট বাতিল। তবে ইভিএমে পেশী শক্তি দেখাবার কোনো সুযোগ নাই।

এসময় অলিম্পিকের গতি নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট করার আহ্বান জানান সিইসি।