চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভারতের সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

KSRM

কারণে-অকারণে ছবির দৃশ্যে কাঁচি চালিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকে ভারতের সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তবে এবার ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে।

দক্ষিণী প্রযোজক ও অভিনেতা বিশাল সিবিএফসির (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) মুম্বাই শাখার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।

Bkash

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা দাবি করেন, তার অভিনীত তামিল ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি সংস্করণের ছাড়পত্র আদায় করতে তাকে দুই দফায় সেন্সর বোর্ডকে ৬ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়েছে! আর অভিনেতার এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন সকলে।

বিশাল জানান, তিনি শিগগিরই তার অভিযোগের প্রমাণ স্বরূপ একটি ভয়েস নোট প্রকাশ্যে আনবেন। তার কথায়, ‘‘আমাদের সংস্কৃতিতে ফোন কল রেকর্ড করা শোভা পায় না। কিন্তু এটা বাকিদের স্বার্থে করব, যাতে ভবিষ্যতে আমার মতো পরিস্থিতির সম্মুখীন আর কাউকে না হতে হয়।’’

Reneta June

তিনি জানান, তার ম্যানেজারকে সিবিএফসির পক্ষ থেকে জানানো হয় সেন্সরের ছাড়পত্র নিতে তারা দেরি করে ফেলেছেন। তাই ওই পরিমাণ টাকা দিতে হবে। সাধারণত ছাড়পত্র পাওয়ার খরচ ৪ লাখ টাকার কাছাকাছি। কিন্তু তারা দেরি করেছেন বলে সেন্সর বোর্ডের এক নারী তার থেকে বেশি টাকা দাবি করেন।

এদিকে বিশালের ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের তরফে সামাজিকমাধ্যমে এই প্রসঙ্গে একটি পোস্ট করা হয়। এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘অভিনেতা বিশাল সিবিএফসিতে যে দুর্নীতির অভিযোগ এনেছেন তা অনভিপ্রেত। সরকার কঠোর ভাবে দুর্নীতি দমনে বদ্ধপরিকর এবং কেউ দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’

সূত্র: বলিউড হাঙ্গামা

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View