চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কাসেমিরোর পর ডি ইয়ংকেও পাচ্ছে ইউনাইটেড!

মাত্র তিন দিন আগে রিয়াল মাদ্রিদের সফলতম মিডফিল্ডারদের একজন কাসেমিরোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেখানেই ক্ষান্ত হচ্ছেন না এরিক টেন হাগ। ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাচ কোচের শিবিরে এবার যুক্ত হতে যাচ্ছেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

সেপ্টেম্বরের এক তারিখ শেষ হবে চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদল। খবর বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি সেরে ফেলার পথে ভালোভাবেই এগোচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সে গুঞ্জন সত্যি হলে রিয়াল ও বার্সার মিডফিল্ড ফ্লেভার একসাথে পেতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

Bkash July

কয়েকদিন আগে খবর বেরিয়েছিল, ৮০০ কোটি টাকা ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে ডি ইয়ংকে ম্যানচেস্টার ইউনাইটেড দলে টানবে। বার্সেলোনা স্কোয়াড গঠনের পরিকল্পনায় কিছুটা সামঞ্জস্য আনতে চলেছে। ডাচম্যানকে বিক্রি করে কাতালান ক্লাবটি ফ্রাঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের সঙ্গে চুক্তি নবায়ন করবে বলেও খববর বেরিয়েছে।

২৫ বর্ষী ইয়ংকে ওল্ড ট্রাফোর্ডে পেতে খুব আগ্রহী ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ২০১৬-১৯ সাল টেন হাগের অধীনে আয়াক্সে খেলেছিলেন ডাচ মিডিফিল্ডার।

Reneta June

৮৬ মিলিয়ন ইউরো খরচায় ২০১৯ সালে আয়াক্স তারকাকে দলে টেনেছিল বার্সেলোনা। কোতালান ক্লাবটির হয়ে ৩ বছরে ১৪২ ম্যাচ খেলেছেন ডাচ মিডফিল্ডার। তাতে ১৩ গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্টও রয়েছে ২৫ বর্ষী তারকার।

Labaid
BSH
Bellow Post-Green View