রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা ঘটনার আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ওঁত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত মোসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
গতকাল বুধবার রাত ৮টার একটু পর তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) পলিটিকাল ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। এসময় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাতে তেজগাঁও থানা পুলিশ জানায়, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান চ্যানেল আই অনলাইনকে বলেন, মুসাব্বিরের শরীরে দুইটি গুলি লাগে। তার সঙ্গে থাকা আবু সুফিয়ানের শরীরে লাগে একটি গুলি।
তিনি বলেন, মুসাব্বিরের কনুইতে একটি এবং পেটে একটি গুলি লাগে। আবু সুফিয়ানের পেটে একটি গুলি লাগে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ৭.৬৫ বুলেটের তিনটি খোসা উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত দুজন দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছে। আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ওই দুজনকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। পলাতক দুজনকে শনাক্তে কাজ চলছে। নিহত মুসাব্বির ওই এলাকায় থাকতেন না। তিনি থাকতেন অন্য এলাকায়। তার স্ত্রী জানিয়েছেন, তিনি মাঝেমধ্যে তেজতুরী বাজার এলাকায় যেতেন। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেটি আমরা মামলা হিসেবে রেকর্ড করেছি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই গলি দিয়ে মুসাব্বির ও আবু সুফিয়ান মূল সড়কের দিকে যাচ্ছিলেন। তখন এআইটিভিইটি সেন্টারের সামনে অন্ধকার গলিতে ওৎ পেতে থাকা দুই দুর্বৃত্ত তাদের গুলি করে। পরে দুর্বৃত্তরা মূল সড়কের দিকে দৌঁড়ে পালিয়ে যায় যায়। আহত মুসাব্বির ও আবু সুফিয়ান আহত অবস্থায় আবার গলির ভেতরে ঢুকে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ডিসি ইবনে মিজান বলেন, মুসাব্বির হত্যাকাণ্ডটি কেন হয়েছে সেটিও খুঁজে বের করার চেষ্টা করছি। বেশকিছুদিন ধরে মুসাব্বির তার স্ত্রীকে বলছিলেন তার অনেক শত্রু। তার বড় ক্ষতি হতে পারে। এর বাইরে তিনি আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেননি।
কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে এই বিষয়ে বলার মতো কিছু পাইনি। তবে এই বিষয়টিও মাথায় রেখে আমরা তদন্ত করছি।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন মুসাব্বিরকে গুলি করে হত্যা বিচ্ছিন্ন ঘটনা। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এসব বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বৃহস্পতিবার দুপুরে বাদ জোহর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে মরদেহ নয়া-পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আনা হয়।
জানাযা নামাজ শেষে তার মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আছর দ্বিতীয় জানাযার শেষে দাফন করার কথা রয়েছে।








