
রাজধানীর মহাখালী রেলগেটে এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। ওই মামলায় হাসান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ২৯ মে রাতে চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান নামে একজন বাদী হয়ে মামলাটি (নং ৭) দায়ের করেন।
মঙ্গলবার ৩০ মে দুপুরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ওই ঘটনায় গতকাল রাতে কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধায়।
তিনি বলেন: আমরা এখনো ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। এখন পর্যন্ত অবহেলার কারণে রড দুটি পড়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার ২৯ মে মহাখালী রেলগেটের কাছে সকাল ১০টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া একটি রড ওই কিশোরের মাথায় ঢুকে যায়। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।