চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কানে আঁ সার্তে রিগার্দ বিভাগে সেরা ‘হাউ টু হ্যাভ সেক্স’

KSRM

কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগার্দ বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের ছবি ‘হাউ টু হ্যাভ সেক্স’। কানের প্রতিযোগিতা বিভাগের পরেই এটি গুরুত্বপূর্ণ।

শুক্রবার যখন বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন না পরিচালক মণি ম্যানিং ওয়াকার। নিজের প্রথম ফিচার ফিল্ম দিয়ে কান জয় করে নেয়া নির্মাতার এয়ারপোর্ট থেকে কানে পৌঁছাতে কিছুটা দেরী হয়ে যায়। জুরি প্রেসিডেন্ট গান বাজিয়ে দর্শকদের ব্যস্ত করে রাখেন কিছুটা সময়। ততক্ষণে পৌঁছে যান নির্মাতা।

Bkash July

পুরস্কার হাতে নিয়ে ব্রিটিশ নির্মাতা বলেন, ‘ইতালি থেকে ছুটে এলাম’। তিনি আরও বলেন, মেয়েদের দৃষ্টিকোণ থেকে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছেন তিনি। তিনি আশা করেন যে ছবিটি সুস্থ যৌনতা সম্পর্কে মানুষকে সচেতন করবে।

ব্রিটিশ কিশোরীর ছুটি কাটানোর পরিকল্পনা নিয়ে এই ছবির গল্প শুরু হয়। তারা মদ্যপান, ক্লাবিং এবং হুক আপের পরিকল্পনা করে তাদের জীবনের সেরা গ্রীষ্মকাল কাটানোর জন্য। কিন্তু পরিকল্পনামতো সব কিছু হয় না।

Reneta June

ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। হলিউড রিপোর্টার ছবিটিকে ‘স্টানার’ বলেছে। গার্ডিয়ান ছবিটিকে পাঁচ তারকা দিয়েছে।

সূত্র: রয়টার্স

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View