আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়েছিল, ক্যান্সারে আক্রান্ত হিথ স্ট্রিক মারা গেছেন। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দেশটির ইতিহাসের সেরা ক্রিকেটার পরে নিজেই মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
লিভার ক্যান্সারে আক্রান্ত স্ট্রিক বুধবার সকালে জিম্বাবুয়ে থেকে নিজের মুখপাত্রকে হোয়াটসঅ্যাপ মেসেজে লিখেছেন, ‘এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা কথা। আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমি ভুয়া খবর জেনে খুব বিরক্ত হয়েছি।’
‘আমাদের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই না করে কিছু একটা ছড়িয়ে দেয়া যায়। আমি বিশ্বাস করি যারা খবরটি ছড়িয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিৎ। এমন খবরে আমি কষ্ট পেয়েছি।’
এর আগে টুইটারে হিথ স্ট্রিকের জীবিত থাকার বিষয়টি জানান জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলঙ্গা। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত করছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজবকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করা হয়েছে। আমি শুধু তার কাছ থেকে শুনেছি। থার্ড আম্পায়ার তাকে ফেরত পাঠিয়েছেন। তিনি একদম জীবন্ত মানুষ।’







