গতিসীমা লঙ্ঘণ করে গাড়ি চালানোর দায়ে জরিমানা করা হয়েছে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে।
কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘণ্টায় ১শ’ ৩২ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর জন্য ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে শাস্তিস্বরূপ ২শ’ ৭৩ কানাডীয় ডলার জরিমানা করা হয়েছে।
তিনি জানান, জরিমানার পুরো অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেছেন। বাংলাদেশি টাকায় এ জরিমানার অর্থের পরিমাণ প্রায় ২২ হাজার টাকা।
উল্লেখ্য, কানাডার আলবার্টা প্রদেশে হাইওয়েতে গাড়ির গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এই গতিসীমার ওপরে গাড়ি চালালে গুণতে হয় জরিমানা।







