চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কানাডায় ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজনে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলবার্টার সরকারের এম এল এ ইরফান সাবির, সিটি অফ ক্যালগেরির ওয়ার্ড কাউন্সিলর রাজ ধালীওয়াল ,সংগঠনের সভাপতি কয়েস চৌধুরী,সাধারণ সম্পাদক শুভ্র দাস , যুগ্ন সাধারণ সম্পাদক আছিফ হোসেন সহ সংগঠন এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা।

 

 

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করে বলেন, নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।

আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন, সবাইকে জাতির পিতার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। এছাড়াও বক্তারা ২৫ মার্চের গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরেন এবং ইতিহাসের বর্বরতম এ দিনটিতে নিরস্ত্র সাধারণ মানুষের উপর সশস্ত্র আক্রমনের নিন্দা ও ধিক্কার জানান। বক্তারা ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দেবারও দাবি জানান।

 

 

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে স্পোর্টস প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি কয়েস চৌধুরী।

Labaid
BSH
Bellow Post-Green View