কক্সবাজারে তরুণদের সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
‘ইম্পাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ফর ইনক্লুসিভ গভারনেন্স ইন কক্সবাজার থ্রু ইয়ুথ-লেড ফিল্ম অ্যান্ড কমিউনিটি ডিসকাশন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (CFLI) ও হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি (কক্সবাজার রিজিয়ন) আপেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আপেল মাহমুদ বলেন, তরুণদের নির্মিত চলচ্চিত্র কক্সবাজারের সৌন্দর্য, শান্তি ও সহাবস্থানের বার্তা বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশন অব বাংলাদেশ-এর পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। তিনি তরুণদের এই সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের চলচ্চিত্র কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পে অংশগ্রহণকারী তরুণরা।
প্রিমিয়ার শোতে তরুণ ফেলো ও লার্নারদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘প্রহর’ ও ‘স্বপ্নজয়ী’ প্রদর্শিত হয়। ‘প্রহর’ চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া গুজব ও বিভ্রান্তিমূলক কনটেন্টের বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
অন্যদিকে ‘স্বপ্নজয়ী’ চলচ্চিত্রে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসান এবং পিস এম্বাসাডর নাদিয়া হোসাইন সৌরভী। অনুষ্ঠান শেষে প্রকল্পে অংশগ্রহণকারী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।







