পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার। সেমিতে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা-তহুরারা। বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার উচ্ছ্বসিত হলেও বলছেন, আসরে আমাদের আরও ভালো করতে হবে।
ম্যাচের পর বাটলার বলেছেন, ‘আমি একজন পেশাদার মানুষ। যারা আমার খেলোয়াড়দের প্ররোচিত করছে তারা কেউ আমার পর্যায়ের নয়। আমি যে পর্যায়ে খেলেছি, তারা সে পর্যায়ে খেলেনি। আমি যেখানে কোচিং করিয়েছি তারা করায়নি।’
‘আামর কাজ পেশাদারভাবে করে যাওয়া। আমাদের ভালো একটা দলের মতো লাগছে। দলে কোনো চোট নেই, তারা গোল পাচ্ছে এবং আমি উপভোগ করছি। অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন খেলোয়াড়কে সুযোগ দিতে পারছি যেন তারা একটু অভিজ্ঞতা নিতে পারে। তবে এই আসরে আমাদের আরও ভালো হতে হবে।’
রোববার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিতে ভুটানকে উড়িয়ে শিরোপার মঞ্চে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাটলারের লাল-সবুজের দলের চোখ এখন টানা দ্বিতীয় সাফ শিরোপা উঁচিয়ে ধরায়। ৩০ অক্টোবর বাংলাদেশ সময় পৌনে ছয়টায় হবে ফাইনাল ম্যাচ। সেখানে প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা নেপাল।







