ভারতের আন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার ২৪ অক্টোবর ভোররাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকার জাতীয় মহাসড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এ রাত ৩টা ৩০ মিনিটের দিকে ঘটে। বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে খুঁজে পেয়েছেন। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে, আর ৯ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের নিচে মোটরসাইকেলটি আটকে গেলে স্পার্ক সৃষ্টি হয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল বলেন, রাত ৩টার দিকে কাবেরী ট্রাভেলসের একটি ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর সেটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুন লাগে। ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে। যেহেতু এটি এসি বাস ছিল, যাত্রীরা জানালা ভেঙে বের হতে বাধ্য হন। যারা কাঁচ ভেঙে বের হতে পেরেছেন, তারা নিরাপদে আছেন।
দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। ফলে দ্রুত বাস থেকে বের হতে না পারায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন এসপি পাটিল।
সরকারি হাসপাতালে ১১ জন এবং বেসরকারি হাসপাতালে আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধান ও মৃতদের শনাক্তকরণের কাজ চলছে।
নন্দিয়াল এলাকার টিডিপি এমপি বাইরেড্ডি সাবারি বলেন, বাসটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই সম্পূর্ণ পুড়ে যায়। আমরা প্রায় ১৯ জনকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু অনেকের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন।
অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী রামপ্রসাদ রেড্ডি বলেন, বাসটির কাগজপত্র ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। গত দুই মাসে বাসটি নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এক্স (টুইটার)-এ লিখেছেন, কুরনুল জেলার চিনা টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ও ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে সরকার।








