বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে আগারগাঁওয়ে ভুইয়া পরিবহন, গাবতলীতে পদ্মালাইন ও সায়েদাবাদে ডেমরা পরিবহনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে— রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠিয়ে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালের সামনে পদ্মালাইন পরিবহনের বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে কল্যাণপুর থেকে দু’টি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
অন্যদিকে, সায়েদাবাদ এলাকায় ডেমরা পরিবহনের বাসে আগুন দেওয়ার সংবাদ দিয়েছে পুলিশ।
তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষনিকভাবে এ তথ্য জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা।








