প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরাহ। এরপর সাউথ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডার এ পেসারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বুমরাহকে এই সময়কার পরিণত বোলার হিসেবে মনে করছেন তিনি।
৩০ বর্ষী বুমরাহ গত বছরের দীর্ঘ সময় চোটে ভুগে দলের বাইরে ছিলেন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন, এরপর আইসিসির সেরা বোলার হলেন।
সাউথ আফ্রিকান টি-টুয়েন্টি লিগের এক সাক্ষাতকারে ফিল্যান্ডার বুমরাহকে নিয়ে বলেছেন, ‘বুমরাহ এই সময়কার সবচেয়ে পরিণত বোলার। তার অসাধারণ দক্ষতা রয়েছে এবং সেই অনুযায়ী লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারে। এ পর্যায়ে এসে তার এ সাফল্যের এটাই কারণ। প্রথমদিকে, সে সাধারণত উইকেট নেয়ার জন্য বল করতে চাইতো। যার ফলে প্রচুর রান আসতো কিন্তু এখন তার মধ্যে ধারাবাহিকতা এসেছে।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র ভূমিকা কি হবে সে সম্পর্কে বলেছেন, ‘সে নতুন বলে সুইং করাতে পারে, স্ট্যাম্পে বল রাখে খেলার মত এবং ব্যাটারদের সামনে এসে খেলাতে বাধ্য করে। মারাত্মক ইয়র্কার দিতে পারে, যে দক্ষতা সে তৈরি করেছে এবং টি-টুয়েন্টি বিশ্বকাপে আপনার সেটাই দরকার। আমার মনে হচ্ছে আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে এবং সম্ভবত আসরের সেরা পেসার হবে।’








