চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনলাইনে ‘বুকের মধ্যে আগুন’, মিশ্র প্রতিক্রিয়া

ওটিটি প্লাটফর্ম হইচই-তে অনেকটা নীরবে মুক্তি পেল ‘বুকের মধ্যে আগুন’। পূর্ব ঘোষণা ও ট্রেলার প্রকাশ ছাড়াই বৃহস্পতিবার রাতে তানিম রহমান অংশুর পরিচালনায় আট পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে।

স্ট্রিমিং হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বুকের মধ্যে আগুন’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে লেখালিখি। বেশিরভাগ দর্শক বলছেন, এই ঘটনাটি নব্বই দশকের ঢাকাই সিনেমার ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ’র রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে!

২৭ বছর আগে মারা যাওয়া নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য ও পরিবারের নানা টানাপড়েন নিয়ে নির্মিত ‘বুকের মধ্যে আগুন’। অবশ্য এমন আভাস মিলেছিল গেল জানুয়ারিতে প্রকাশিত এক খণ্ড টিজারে।

তখন হইচই থেকে ঘোষণা করা হয় ৯০ দশকের মারা যায় স্টাইলিশ আইকন ও একজন সুপারস্টারের মৃত্যুকে ঘিরে নির্মিত ‘বুকের মধ্যে আগুন’। সেই খুনের রহস্য উন্মোচন করবেন অপূর্ব। সালমান শাহর মৃত্যু রহস্য কিনা সেই বিষয়ে পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।

সেই সময় পরিচালক অংশু বলেছিলেন, ‘বুকের মধ্যে আগুন’ দেখার পর কেউ মিল খুঁজে পেলে যে যার মতো করে ব্যাখ্যা করবে। আমি এবং নির্মাণ সংশ্লিষ্টদের জায়গা থেকে বলবো, গল্পটি থেকে যদি কেউ অন্য ঘটনার মিল খুঁজে পায়, এটা একান্তই তার ভাবনা। কোনো ইঙ্গিতপূর্ণ কিছু দেখলে হবে না।

সালমান শাহ্‌ মারা গেলেও আজও কোটি বাঙালির কাছে আবেগ হয়ে আছেন। সেই নব্বই দশক থেকে পত্রপত্রিকার কল্যাণে মানুষ যা জেনেছেন সিরিজটি দেখে অনেকাংশে মিল পাওয়া গেছে। এতে দেখা গেছে, সালমান শাহ যা যা করতেন ঠিক তেমনভাবে ‘বুকের মধ্যে আগুন’-এর আরমান  অভিনয়ের চেষ্টা করেছেন ইয়াশ রোহান। স্টাইল, স্টারডম সবকিছুতে মিল! অমীমাংসিত মৃত্যু রহস্য উঠে এলেও সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তাই ‘বুকের মধ্যে আগুন’ দেখে এ প্রজন্মের দর্শকরাও স্পষ্ট হলেন গল্পটি আসলে সালমান শাহর জীবন থেকেই নেওয়া! সালমান এর আদলে সিরিজে যেমন আরমান চরিত্রে আছেন ইয়াশ রোহান, তেমনি তার স্ত্রীর (সামিরা)-এর মতো অবিকল দেখা গেছে তমা মির্জাকে।

মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে, রাজনীতিবীদ হুসেইন মোহাম্মদ এরশাদের গেটআপে তৌকীর আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানের মিল পেয়েছেন দর্শক। সেই সঙ্গে শাহানাজ সুমি অভিনয় করেছেন শবনম চরিত্রে, অনেকেই বলছেন তার চরিত্রটি শাবনূরের!

গল্পে দেখা যায়, ইয়াশ রোহানের সঙ্গে নায়িকা শবনমের গোপন প্রেম ও অবৈধ সম্পর্ক ছিল। যা সেই সময় অনেকেই জানতো! মোটামুটি সালমান শাহ কেন্দ্রিক তৎকালীন সব চরিত্রকেই ‘বুকের মধ্যে আগুন’-এ পর্দায় দেখা গেছে। যেটি দেখে ৯০ দশকের দর্শক-নির্মাতা-শিল্পী-সাংবাদিকরা হুবহু মিল খুঁজে পাচ্ছেন সালমান শাহের জীবনের গল্পের সঙ্গে।

সিরিজটি মুক্তির কথা ছিলো গেল ফেব্রুয়ারিতে। কিন্তু এটি স্ট্রিমিংয়ের আগেই গত ৫ ফেব্রুয়ারি সালমান শাহর পরিবারের তরফ থেকে নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের মামা আলমগীর কুমকুম। নোটিশে দাবি করা হয়েছে, সংবাদ মাধ্যমের কল্যাণে তারা জেনেছেন এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে। মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এরপর নির্ধারিত তারিখে ‘বুকের মধ্যে আগুন’ না পেলেও এ বিষয়ে টুঁ শব্দটি করেনি সিরিজ সংশ্লিষ্টরা। কিন্তু বৃহস্পতিবার রাতে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই এটি হইচইয়ে স্ট্রিমিং হয়!

সিরিজটি নিয়ে সালমান শাহ’র মা নীলা চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বুকের মধ্য আগুন’ নামে কন্টেন্টটি মুক্তি পেয়েছে শুনেছি। অনেকে আমাকে বলেছেন, সেখানে আমার ছেলে সালমান শাহ’র ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। কিন্তু আমি এখনও এটি দেখিনি। না দেখে মন্তব্য করতে চাইছি না। আগে এটি দেখে এ বিষয়ে আমার বক্তব্য জানাবো।