এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শুধু শুধু অতিরিক্ত বড় বাজেট নয়, বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা হচ্ছে এবারের বাজেটে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
তিনি বলেন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট।








