এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাজেটে রাজস্ব আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২ জুন) বিকেলে হোটেল সারিনায় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা জানান।
তিনি বলেন, বাজেটে গুণগত তেমন পরিবর্তন নেই। অন্তর্বর্তী সরকারের কাছে বড় কিছু প্রত্যাশা ঠিক নয়। বাস্তবতার নিরিখে বাজেটের আকার আরও ছোট হতে পারতো। কাঠামোগত দিক থেকে আগের সরকারেরই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, আগের বাজেট যেভাবে চলে আসছে, সেখান থেকে সংখ্যার তারমাম্য হয়েছে কিন্তু বাজেটের প্রিন্সিপাল একই রয়ে গেছে। এটাও গতানুগতিক বাজেট। বিগত সরকারের ধারাবাহিকতা থেকে অন্তর্বর্তী সরকার রের হতে পারেনি। রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত।
এসময় দলের পক্ষ থেকে আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান আমির খসরু।








