বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’য়ে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলেছে চ্যানেল আই। প্রতিপক্ষ বাংলানিউজটোয়েন্টিফোরডটকম’কে তারা হারিয়েছে ২৮ রানে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আইয়ের নিলাদ্রি শেখর।
সোমবার পল্টন আউটার স্টেডিয়াম মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তারিকুল ইসলাম মাসুম। নির্ধারিত ৬ ওভারের এক বল আগে ৯৯ রানে অলআউট হয় চ্যানেল আই। ওপেনার নিলাদ্রি ৩২ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে আবু তাহেরের থেকে। অনয় ১৮ রান করেন।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭১ রানে অলআউট হয় বাংলানিউজ। সর্বোচ্চ ৩৩ রান করেন প্রণয়।
শেষ ষোলোয় মঙ্গলবার চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দৈনিক কালের কণ্ঠ।








