চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ১৪ বছরের তরুণ

১৭৮৯ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু হয় মার্ডেন ক্রিকেট ক্লাবের। ২৩৩ বছরের ইতিহাসে বহু সাফল্য দেখেছে ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন সময় অস্তিত্বের জানান দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা। সেখানে ব্যতিক্রম ব্রুনো হ্যাগান। দলে জায়গা হয় ১৪ বর্ষী তরুণের। গড়েন রেকর্ড। সিনিয়র দলের জার্সিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ২৩৩ বছরের রেকর্ডে নাম লিখিয়েছেন এ তরুণ।

৩৫ ওভারের ম্যাচে সেন্টস টেলস্টন ২৭৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় মার্ডেনের বিপক্ষে। বড় রান তাড়ায় ভালো শুরু পায়নি মার্ডেন। পরে ঘুরে দাঁড়ায় দলটি। হাঁটুর চোট কাটিয়ে ওঠা জিম পাইপারের সাথে জুটি গড়েন ব্রুনো। বনে যান ইতিহাস। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্ধরে পৌঁছে যায় মার্ডেন। ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন ব্রুনো। ১২৭ রান আসে পাইপারের ব্যাটে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রশিক্ষক হিসেবে ব্রুনোকে ক্রিকেট দীক্ষা দিয়েছেন পাইপার। মাঠেও ছিলেন একসাথে। কখন আক্রমণাত্মক আর কখন ধৈর্য ধরতে হবে সে ব্যাপারে সতর্ক করেছেন খানিক পরপরই। অন্যদিকে মহাকাব্য রচনা করেছেন তরুণ শিষ্য। ম্যাচ শেষে পাইপার জানিয়েছেন কতটা উপভোগ্য ছিল ব্রুনোর ব্যাটিং।

‘ব্রুনোর সাথে ব্যাটিং করাটা খুবই আনন্দের ছিল। তার সাথে মাঝমাঠে জুটি গড়াটা বিশেষ ছিল। এটি তার প্রথম সেঞ্চুরি, যা খুবই বিশেষ। মার্ডেন ক্রিকেটের জন্য এটি খুব ভালো ইঙ্গিত দেয়। কারণ আমরা যুব প্রতিভা তুলে আনি, পরিচর্যা করি।’

সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম ওঠানোর পর ব্রুনোও জানিয়েছেন বিশেষ অনুভূতির কথা, ‘আমি মাঠে যেতে ভয় পেয়েছিলাম। কিন্তু মাঠে নামার পর উপভোগ করেছি। এটি আমার প্রথম সেঞ্চুরি, যা আমি কখনই ভুলব না।’