চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রাজিলের ক্লাব ফুটবলারসহ উড়োজাহাজ দুর্ঘটনায় ৬ জন জীবিত উদ্ধার

ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারসহ কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজ থেকে ৬ জনকে জীবিত উদ্ধার হয়েছে। ওই বিমানে মোট ৭৫ জন যাত্রী ছিল। জীবিতদের পাশাপাশি ২৫ মরদেহও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া বিমানটি কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মধ্যরাতে বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, ফ্লাইটটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা ছিলেন। তারা অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুডামেরিকার ফাইনাল খেলতে মেডিলিনে যাচ্ছিলেন।

বিমান বিধ্বস্ত হওয়ার পর সাউথ আমেরিকায় সব ধরণের ফুটবল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রাতে দুর্ঘটনার পর মঙ্গলবার এক বিবৃতি এই ঘোষণা দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন।

শ্যাপেকোয়েন্সের প্রথম লেগের খেলার সিডিউল ছিল বৃহস্পতিবার। আর ব্রাজিলে ফিরতি লেগ হওয়ার কথা ছিল ৭ ডিসেম্বর।

শ্যাপেকোয়েন্স ব্রাজিলের সান্তা কাটারিয়ানা শহরের ক্লাব। দেশটির ফাস্ট ডিভিশনে খেলতে ক্লাবটি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শ্যাপেকোয়েন্স ক্লাব ২০১৪ সালে প্রথমবারের মতো ফাস্ট ডিভিশনে খেলার সুযোগ পায়।