এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর আলোচনায় কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার বিষয়টি। নিম্নমুখী পারফরম্যান্সের কারণে এবার ডোরিভালকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
শুক্রবার দিবাগত রাতে বিবৃতিতে ডোরিভালকে বরখাস্ত করার কথা জানায় সিবিএফ। বলেছে, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ ডোরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।’
২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন ৬২ বর্ষী ডোরিভাল। সবমিলিয়ে ১৪ মাস ব্রাজিলের ডাগআউট সামলেছেন তিনি। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হেরেছে ব্রাজিল।








