চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সকালে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

KSRM

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে নামছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। নিজেদের ষষ্ঠ ম্যাচে লিওনেল স্কালোনির দলকে আতিথেয়তা দেবে পাঁচবারের চ্যাম্পিয়ন সেলেসাওরা।

বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত এস্তাদিও মারাকানায় গড়াবে মাঠের লড়াই। মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সব টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে।

কাতার বিশ্বকাপ জয়ের পর অপ্রতিরোধ্যই ছিল আর্জেন্টিনা। গত সপ্তাহে মেসিদের সেই জয়যাত্রা থামিয়ে দিয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার মাঠে গিয়ে ২-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লুইস সুয়ারেজের দেশ।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে বিবর্ণ সময় পার করছে ব্রাজিল। বাছাইয়ে এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে দলটি। এমন আগে ঘটেনি সেলেসাওদের। সবমিলিয়ে শেষ তিন ম্যাচে তাদের এসেছে সবে ১ পয়েন্ট।

প্রতিবেশী দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৯ বার। জয়ের পাল্লা ব্রাজিলের দিকে ভারি, তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। ব্রাজিলের জালে এপর্যন্ত ১৬২ বার বল জড়িয়েছে আর্জেন্টিনা, সেলেসাওরা পাল্টা জড়িয়েছে ১৭৭ গোল।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা চার ম্যাচ জেতার পর উরুগুয়ের কাছে হারের স্বাদ পেয়েছে আলবিসেলেস্তে দলটি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এলিসন বেকার, মার্কুইনহোস কোরেয়া, গ্যাব্রিয়েল, লোডি, এমারসন, মার্টিনেল্লি, অ্যান্ড্রে, ব্রুনো গুইমারায়েস, রাফিনহা, রদ্রিগো, পাওলিনহো।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View