এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে ব্র্যাক ৫০ লাখ টাকা সহায়তা দিচ্ছে।
ব্র্যাককর্মীরা কড়াইল বস্তির ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা দিচ্ছেন, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ব্র্যাকের মিডিয়া রিলেশনস কমিউনিকেশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে ‘বিকাশ’ পেমেন্ট অপশন থেকে ০১৭৩০-৩২১৭৬৫ নম্বরে আপনার সহায়তার টাকা পাঠাতে পারেন। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের গুলশান অ্যাভিনিউ শাখায় ব্র্যাকের ০১৫০১২০২৩১৬৪৭৪০০১ নম্বর অ্যাকাউন্টেও সহায়তার টাকা পাঠানো যাবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। এর মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে অনেক ঘরবাড়ি।
ব্র্যাক জানায়, ব্র্যাক সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে। কড়াইলসহ ঢাকার বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগে নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। দুর্যোগের ধরণ এবং স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও সক্ষম করে তুলতেও কাজ করে চলেছে ব্র্যাক।








