গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটি ধারাবাহিকভাবে চার বছর ধরে এই খাতে শীর্ষ অবস্থান ধরে রাখল।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। এর ফলে বাজারে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও সুসংহত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সাফল্যের পেছনে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, এই মাইলফলক শ্রেষ্ঠত্ব অর্জন, গভীর মার্কেট ইনসাইট এবং দেশের আর্থিক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা ও উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা বজায় রেখে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।
আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে ব্র্যাক ব্যাংক সমানভাবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন মানদণ্ড ও বেঞ্চমার্ক স্থাপন করে চলেছে প্রতিষ্ঠানটি।








