চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পিএসএলে কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম শাহ

পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পড়ে শাস্তি পেলেন নাসিম শাহ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার হয়ে খেলেছিলেন পাকিস্তানি এ ফাস্ট বোলার।

পিএসএল শুরু হওয়ায় নাসিম শাহ বিপিএলের মাঝ পথেই পাকিস্তান ফিরে যান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএলের চলতি আসরে খেলছেন তিনি।

কোয়েটার হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে কুমিল্লার হেলমেট পরে মাঠে নামেন ২০ বছর বয়সী পেসার। ভুল হেলমেট পরায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই বোলারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে ডানহাতি এ বোলারকে।

পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে তরুণ এ ক্রিকেটারের। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে গত বছর আগস্টে পাকিস্তান জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরু করলেও টেস্টে অভিষেক হয়েছিল ২০১৯ সালে। এ সময়ের মধ্যে তিনি ১৫ টেস্ট, ৫ ওয়ানডে ও ১৬টি টি-টুয়েন্টি খেলেছেন। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।