বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের দায়িত্ব পেয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোর্টস, ফ্যাশন, ইভেন্টস ও মিডিয়া কোম্পানিকে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএলের আয়োজন দায়িত্ব দেয়া হয়েছে, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তথ্যটি জানিয়েছেন।
বিপিএল নিয়ে নাজমুল জানান, ‘বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসাল্টিং ফাউন্ড হিসেবে আইএমজিকে অনুমোদন করা হয়েছে। আইএমজি অন্যতম প্রধান মার্কেটিং ফাউন্ড। আমরা জানি বিপিএলের অবস্থা এখন কেমন, এর মান পুনরুদ্ধারে যে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে এটা অন্যতম।’
‘আমরা জানি আইএমজি অন্যতম সেরা স্বনামধন্য কনসাল্টিং ফার্ম এবং আমরা আশা করছি যে, বিপিএল আয়োজনে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে।’
বিপিএলের বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে আয়োজনের দায়িত্ব দিতে চেয়েছিল বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞাপনও দিয়েছিল। সেখানে কয়েকটি বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে বিসিবিতে দরপত্র জমা দিয়েছিল। দরপত্র দেয়া প্রতিষ্ঠান হল অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং, আইএমজি, রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি।







