এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট থেকে: নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে সিলেটের মাটিতে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। সাধারণ ফ্রাঞ্চাইজি লিগে ট্রফিসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। তবে এবারের বিপিএলে ট্রফি ছাড়াই উদ্বোধন হয়েছে। সীমিত আকারের উদ্বোধনী আনুষ্ঠানিকতার কারণে প্রথম দিনের ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়।
খোঁজ নিয়ে জানা যায়, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিনে দেখা যায়নি ট্রফি। একদিন আগে ক্যাপ্টেনস ডে হওয়ার কথা থাকলেও বিদেশ থেকে ট্রফি না আসায় সেটিও হয়নি।
উদ্বোধনী ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে হাজারো বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। মাঠের লড়াইয়ের বিরতিতে দর্শকদের জন্য থাকছে বাড়তি বিনোদন। প্রথম ম্যাচের বিরতিতে গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। এছাড়া থাকছে আলোক প্রদর্শনীর ব্যবস্থাও।








