এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় রাজশাহী ওয়ারিয়র্স। শীর্ষ দুটি দল হিসেবে প্লে-অফ খেলায় ফাইনালের টিকিট কাটতে দ্বিতীয় সুযোগ ছিল সামনে। আর সেই সুযোগ হাতছাড়া করেনি পদ্মাপাড়ের দলটি। সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নাজমুল হোসেন শান্তর দল।
আগামী শুক্রবার শিরোপামঞ্চে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। মিরপুরে ম্যাচটি গড়াবে সন্ধ্যা ৬টায়।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে নেমে ৮ উইকেটে ১৫৩ রানে থামে সিলেট।
রানতাড়ায় সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। এছাড়া স্যাম বিলিংস ২৮ বলে ৩৭, আফিফ হোসেন ১২ বলে ২১ এবং ক্রিস ওকস ১০ বলে ১৫ রান করেন।
রাজশাহীর হয়ে বিনুরা ফের্নান্দো ৪ উইকেট নেন। তানজিম সাকিব, মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। উদ্ধোধনীতে ৪১ রান তোলেন দুজনে। ২১ বলে ২৬ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করে আউট হন তানজিদ তামিম।
এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৭), মুশফিকুর রহিম (০) ও এসএম মেহেরোব হোসেন (০)। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।
হাল ধরেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। দুই কিউই তারকা মিলে যোগ করেন ৭৭ রান। দলীয় ১৫৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। নিশাম ফেরেন ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৪ রান করে। এরপর আরও তিন উইকেট হারালেও ১৬৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। উইলিয়ামসন ১ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন।
সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।








