চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ১১তম আসরের যত রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১ তম আসরের। ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এক মাসের বেশি সময় ধরে চলা মাঠ এবং মাঠের বাইরের আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে এবারের আসরে হয়েছে একাধিক রেকর্ড।

সবশেষ রেকর্ডটা গড়েছে ফরচুন বরিশাল। বিপিএল ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটা এখন তাদের। শিরোপা মঞ্চে চিটাগংয়ের ১৯৪ রান তাড়া করে জিতেছে তারা। আগে সর্বোচ্চ ১৭৫ রান তাড়ার রেকর্ড ছিল ফাইনালে। আগে রেকর্ডটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ২০২৩ আসরে সিলেট স্ট্রাইকার্সের ১৭৫ রান ১৯.২ ওভারে তাড়া করেছিল তারা।

বরিশাল পাশাপাশি তৃতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের আগে প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স টানা শিরোপা জেতে এবং ২০২২ ও ২০২৩ আসরে টানা দুবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলে এবার মাঠের রোমাঞ্চে ছাড়িয়ে গিয়েছিল আগের সব আসরকেই। রান হয়েছে। সে রান ডিফেন্ড করে অনেক দল জিতেও গিয়েছে। সেই সঙ্গে রয়েছে একাধিক রেকর্ডও। এক নজরে দেখে নেয়া একাদশ আসরের কিছু রেকর্ড।

সর্বোচ্চ রান: বিপিএলে ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি রান করার রেকর্ড হয়েছে এবার। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১ উইকেট ২৫৪ রান করে ঢাকা ক্যাপিটালস। এর আগের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে ২৩৯ রান করেছিল তারা।

Reneta

রানের হিসেবে বড় জয়: বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ডটাও এবারের আসরে। দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের হারিয়েছিল ঢাকা ক্যাপিটালস। এর আগে বেশি রানে জয়ের রেকর্ডটা ছিল চিটাগং কিংসের। ২০১৩ সালে সিলেট র‌য়্যালসের বিপক্ষে ১১৯ রানের ব্যবধানে জিতেছিল তারা।

রান তাড়ায় দ্রুততম জয়: সবচেয়ে কম বলে রান তাড়ার রেকর্ডটাও হয়েছে এবারের আসরে। ঢাকা ক্যাপিটালসের ৭৩ রান ফরচুন বরিশাল তাড়া করেছে ৮১ বল হাতে রেখে। আগের রেকর্ডটি ছিল ঢাকা ডায়নামাইটসের। ২০১৭ আসরে সিলেট সিক্সার্সের ১০১ রান তাড়া করেছিল ৭৩ বল হাতে রেখে।

সর্বোচ্চ রানের জুটি: সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনীতে ২৪১ রানের জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও লিটন দাস। বিপিএল ইতিহাসে যে কোনো উইকেট সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে ২০১ রানের রেকর্ডটি ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককলামের দখলে। ২০১৭ আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুরের জার্সিতে দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েছিলেন তারা।

এক আসরে সর্বোচ্চ ছক্কা: এবারের বিপিএল আসরে মোট ছক্কা হয়েছে ৭১৫টি। যা বিপিএল ইতিহাসে কোনো এক আসরে সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২০১৯-২০ বিপিএলে। ৪৬ ম্যাচে ৬২১টি ছক্কা হয়েছিল সেবার।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা: এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে এবারের আসরে। রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে দুই দল মিলে মেরেছে ৩১ টি ছক্কা, যা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা ছিল ২৯ টি।

এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা: আসরে সর্বোচ্চ ৩৬ ছক্কা মেরেছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান। এক বিপিএলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য যা রেকর্ড। ৩০টি ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ নাঈম শেখও। এক আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যা দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার কীর্তি। তবে অটুট ২০১৭ আসরে গড়া ক্রিস গেইলের ৪৭ ছক্কার রেকর্ড। এরপরই তানজিদ ও নাঈমের নাম।

দ্রুততম ফিফটি: বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডটাও হয়েছে এবার। চিটাগং কিংসের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগের রেকর্ডটা ছিল মোহাম্মদ মিঠুনের। ২০২৩ আসরে রংপুরের হয়ে কুমিল্লার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। আর দ্রুততম ফিফটির রেকর্ড এখন সুনীল নারিনের। ২০২২ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ বলে ফিফটি করেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার।

এক ইনিংসে সর্বোচ্চ উইকেট: বিপিএল ইতিহাসের এক ইনিংসে সেরা বোলিং ফিগার এখন তাসকিন আহমেদের দখলে। এবারের আসরে ঢাকার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন।

এক আসরে সর্বোচ্চ উইকেট: এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও তাসকিনের। এবারের আসরে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন দুর্বার রাজশাহী পেসার। এরআগে রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নেন টাইগার অলরাউন্ডার।

এক আসরে সর্বোচ্চ শতক: বিপিএলের এক আসরে সর্বোচ্চ শতক করার রেকর্ড হয়েছে এবারের আসরে। সব মিলিয়ে এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট ৮টি। এর আগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৬টি, ২০১৯ আসরে।

ব্যক্তিগত সর্বোচ্চ স্ট্রাইক রেট: বরিশালের বিপক্ষে নুরুল হাসানে সোহানের ৭ বলে ৩২ রানের ইনিংসটি বিপিএল ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। সে ম্যাচে সোহানের স্ট্রাইকরেট ছিল ৪৫৭.১৪।

এক ওভারে টানা চার উইকেট: বিপিএল ইতিহাসে এক ওভারে টানা চার উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন ফরচুন বরিশালের বোলার মোহাম্মদ আলি।

ফাইনালে দুই ওপেনারের অর্ধশতক: বরিশালের বিপক্ষে ফাইনালে চিটাগংয়ের দুই ওপেনার খাজা নাফি ‍ও পারভেজ হোসেন ইমন ‍দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। যা বিপিএল ইতিহাসে এবারই প্রথম।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবরিশালবিপিএল ২০২৫রেকর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটকে ১৬৬ রানের লক্ষ্য দিল রাজশাহী

জানুয়ারি ২১, ২০২৬

সূচিতে কোন পরিবর্তন আনবে না আইসিসি, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে

জানুয়ারি ২১, ২০২৬

ভোটে হেরে গেল বাংলাদেশ, ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

জানুয়ারি ২১, ২০২৬

সিদ্ধান্ত জানাতে বিসিবিকে একদিন সময় বেঁধে দিল আইসিসি

জানুয়ারি ২১, ২০২৬

ইলিয়াস জাভেদ হচ্ছেন স্টারদের স্টার: ওমর সানী

জানুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT